Jump to content

আজকের নির্বাচিত ছবি

From Wikiversity


আজকের নির্বাচিত চিত্র
প্যাঞ্জিয়া

প্যাঞ্জিয়া ছিল একটি অতি মহাদেশ যা প্রায় ৩০০ মিলিয়ন বছর আগে বিদ্যমান ছিল। এটি গঠিত হয়েছিল যখন পৃথিবীর সমস্ত ভূমিস্তর একসাথে একটি বৃহৎ স্থলভূমিতে যুক্ত হয়েছিল। টেকটোনিক প্লেটের গতিবিধির মাধ্যমে প্যাঞ্জিয়া অবশেষে বিচ্ছিন্ন হয়ে যায়, যা বর্তমান মহাদেশগুলির গঠনের দিকে পরিচালিত করে। প্যাঞ্জিয়ার ধারণা বিজ্ঞানীদের পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস এবং লক্ষ লক্ষ বছর ধরে মহাদেশগুলির গতিবিধি বুঝতে সাহায্য করে।