Jump to content

প্রবেশদ্বার:বিজ্ঞান

From Wikiversity

বাংলা উইকিবিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে স্বাগতম!

বিজ্ঞান হল এমন এক ধরণের জ্ঞান যা পর্যবেক্ষণ, প্রকল্প বাস্তবায়ন, পরীক্ষণ এবং কোন বিষয়ের ব্যাখ্যা বা ঘটনার ভবিষ্যৎবাণীর কারণ দেখানোর ক্ষেত্রে যুক্তি প্রমাণ উপস্থাপনের মাধ্যমে গঠিত হয়। পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সূক্ষ্ণতর কারণ ব্যাখ্যন, এ সবই বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এর পাশাপাশি বিজ্ঞানের জগতে নিয়মানুবর্তিতা অত্যন্ত প্রয়োজনীয় যা বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করার জন্য আবশ্যক। এ ধরণের পদ্ধতির মথ্যে প্রথমেই আসে প্রস্তাবিত প্রকল্পকে উপযুক্ত পরীক্ষণ এবং যুক্তির মাধ্যমে সত্যায়িতকরণ। এ ধরণের সত্যায়িত প্রকল্প সময়ের প্রয়োজনে এক সময় সত্যের মানদন্ড হিসেবে পরিগণিত হয় এবং কালক্রমে একটি সূত্রের মর্যাদা পায়; তবে বিজ্ঞানে কোন কিছুই অপরিবর্তনীয় নয়। পরবর্তীতে অধিক নির্ভরযোগ্য তত্ত্ব এই প্রতাষ্ঠিত তত্ত্বকেও নাকচ করে দিতে পারে। এভাবেই এগিয়ে চলে বিজ্ঞান।

বিভাগ সমূহ

পদার্থ বিজ্ঞান

পদার্থ বিজ্ঞান বিভাগ

পদার্থ বিজ্ঞান বিভাগ এখন পর্যন্ত তৈরী হয়নি কিংবা উপলব্ধ নয়।

রসায়ন

রসায়ন বিভাগ

রসায়ন বিভাগ এখন পর্যন্ত তৈরী হয়নি কিংবা উপলব্ধ নয়।

জীববিজ্ঞান

জীববিজ্ঞান বিভাগ

জীববিজ্ঞান বিভাগ এখন পর্যন্ত তৈরী হয়নি কিংবা উপলব্ধ নয়।

জ্যোতির্বিজ্ঞান

জ্যোতির্বিজ্ঞান বিভাগ

জ্যোতির্বিজ্ঞান বিভাগ এখন পর্যন্ত তৈরী হয়নি কিংবা উপলব্ধ নয়।

নির্বাচিত প্রকল্প

নির্বাচিত প্রকল্প

চয়ন করা এখনও বাকি!...

নির্বাচিত চিত্র

চয়ন করা এখনও বাকি!...

সাম্প্রতিক কোর্স গুলো
অনুষদ সমূহ