User talk:Asked42
Add topicAppearance
Latest comment: 9 months ago by Asked42 in topic Portal(প্রবেশদ্বার)
Welcome to my talk page!
Portal(প্রবেশদ্বার)
[edit]Asked42 ভাই আসা করি ভালো আছেন।আমি দেখলাম আপনি পোর্টাল নামস্থানকে বিভাগ হিসেবে উল্লেখ্য করেছেন এবং বিভাগ নামস্থান তৈরি করেছেন কিন্তু পোর্টাল নামস্থানকে প্রবেশদ্বার নামস্থান হিসেবে ব্যাবহার করা হয়েছে।Rifat008 (talk) 14:43, 20 March 2024 (UTC)
- হ্যাঁ, তা ঠিকই। আমি পূর্বে "বিভাগ" প্রয়োগ করেছিলাম কারণ এটি একটি বিশ্ববিদ্যালয় পরিকাঠামোর সাথে বেশি সামঞ্জ্যপূর্ণ। যেমন অনুষদ, বিভাগ ( বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ ইত্যাদি) । সাধারণত এই পরিকাঠামোটি অনেক অন্য ভাষার উইকিবিশ্ববিদ্যালয় প্রকল্পে ব্যাবহৃত হয়েছে।
- ইংরেজিতে পরিকাঠামো হল, স্কুল - পোর্টাল। বাংলায় বাস্তবিক বিশ্ববিদ্যাল়গুলোতে (বাংলাদেশ ও ভারত উভয় দেশেই) যেহেতু এই অনুষদ ও বিভাগ কাঠামোটি অধিক পরিচালিত তাই এখানেও সেই বিন্যাস ব্যবহার করে ছিলাম। Asked42 (talk) 19:32, 20 March 2024 (UTC)